করোনা মোকাবিলায় নতুন app আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন কি কি সুবিধা রয়েছে এর

এটা কি কখনো বিশ্বাস করা যায় যে মোবাইল Apps ই বলে দিবে আপনার করোনা ভাইরাস আছে কি না!!!!!  হ্যাঁ আপনার বিশ্বাস না হলেও এটাই সত্য। ভারতের পশ্চিমভঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জনান।

করোনা মোকাবিলায় নতুন app আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়

যুক্তরাষ্ট্রে, স্পেন এ  যেমন  দিন দিন জড়ের গতিতে বেড়ে চলেছে করোনা রোগির আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ঠিক তেমনি ভারতে ও ওমন আবাস পাচ্ছে , তাই ভারতের পশ্চিমভঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি Mobile Apps লন্স করেছেন যার নাম দেয়া হয়েছে ‘সন্ধানে’। মমতা বলেছেন এই App যখন কারো মোবাইলে Install করা হবে তখন অই ব্যক্তির জ্বর, সর্দি, কাশি বা গলা ব্যাথা হলে জানতে পারা যাবে Apps টির Control Room থেকে। তখন খুব সহজে দেশটি করোনায় আক্রান্ত রোগি সনাক্ত করতে পারবেন বলে আশঙ্কা করেন। 

এই Apps সকল কে তার স্মার্ট ফোন এ রাখতে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে অনেকেই এই রোগে আক্রান্ত হলেও ধরার সম্ভব হচ্ছিলো না। কিন্তু এবার এই পদ্ধতি চালু হলে এরফলে আইসোলেশন ও চিকিৎসার কাজে সুবিধা হবে।করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় পাঁচ হাজারের এর বেশী।নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।

তাই সরকার বাধ্য হয়েছে এই App system চালু করতে। সবাইকে তার মোবাইলে এই Apps রেখে নিজ নিজ অবস্থান থেকে সরকার কে সহযোগিতা করার অনুরোধ করেছেন। 


আমাদের সকল আপডেট Facebook এ পেতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন। 

No comments

পোস্ট টি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন যে কোন সোস্যাল মিডীয়াতে। ধন্যবাদ

Theme images by merrymoonmary. Powered by Blogger.