বিক্রি হয়ে যাওয়া ৯০ বস্তা সরকারি চাল উদ্ধার
এই দিকে সারা দেশের মানুষ আছে করোনা আতঙ্কে আর অন্য দিকে কিছু অসাধু এবং ছোট লোক, এবং নিচু মনের মানুষ যারা কিনা মানুষের ত্রানের চাল চুরি নিয়ে ব্যস্ত। গতকাল রংপুরে কালোবাজারে বিক্রি হওয়া ৯০ বস্তা ত্রানের চাল উদ্ধার করা হয়েছে। এবং এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে বলে জানিয়েছেন।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে পীরগঞ্জের গুর্জিপাড়া এলাকায় অভিযান চালান। সরকারি খাদ্য বিভাগের সীলমোহর দেয়া ৯০ বস্তা চাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় মাহেন্দ্রের চালক ও ২ হেলপারকে আটক করেন পুলিশ।
চালগুলো কোথায় নেয়া হচ্ছে জানতে চাওয়া হলে আটককৃতরা স্বীকারউক্তি দেয় যে, কালোবাজারে বিক্রয়ের উদ্যেশ্যে নেয়া হচ্ছে। এদিকে এ ঘটনার মুলহোতা ডিলার ও চালের ক্রেতার পরিচয় নিশ্চিত হয়ে তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ
আমাদের সকল আপডেট Facebook এ পেতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
No comments
পোস্ট টি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন যে কোন সোস্যাল মিডীয়াতে। ধন্যবাদ