থুতু দিয়ে করোনা ছড়ানোর হুমকি। ৫ বছর সাজা পাওয়ার আশঙ্কা রয়েছে

থুতু দিয়ে করোনা ছড়ানোর হুমকি




যত দিন যাচ্ছে তত মানুষ আতঙ্কের মধ্যে আছে। ইতোমধ্যে এখন আমেরিকায় ভয়াবহ আকার ধারণ  করেছে করোনা।  বেশ আতঙ্কের মধ্যে আছে আমেরিকায় জনগন। করোনা ভাইরাস কে পুঁজি করে সে দেশে এখন  অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডও অহরহ ঘটছে। টেক্সাসে থুতুর মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার হুমকির অপরাধে ২ জন গ্রেপতার ও হয়েছেন। 


এদের মধ্যে ১ জন গত মার্চ মাসে ফ্লোরিডিয় পুলিশকে লক্ষ করে থুথু ছিটান এবং কাশি দেন বলে অভিযোগ করেন সে দেশের পুলিশ কর্মকর্তারা। তাই তাকে গ্রেপতার করে তার বিরুদ্ধে করোনা ছড়ানোর হুমকির অভিযোগ করা আনা হয়। 


যদি এরা প্রকৃতপক্ষে দোষি প্রমানিত হয় তাহলে বিচারে ওই দুইজনের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে বিবিসি। 


পরে আদালত থেকে জানতে পারা যায়, থুথু ছিটানো ব্যাক্তি টি থুথু ছিটানোর সময় বলেছেন তার করোনা হয়েছে , কিন্তু পরে তাকে পরিক্ষা করে জানতে পারা যায় যে তার শরিরে কোন প্রকার করোনার অনুসর্গ পাওয়া যায় নি। 


টেক্সাসে ঘটা ২য় ব্যাক্তিটি ফেইজবুকে দাবি করেন যে তিনি এক ব্যাক্তি কে সুপার মার্কেটে করোনার ছড়িয়ে দেওয়ার জন্য অর্থ দিয়েছেন।

এই দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ  ভাইরাসটিকে 'জৈবিক অস্ত্র' বলে আখ্যা দিয়েছে 



No comments

পোস্ট টি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন যে কোন সোস্যাল মিডীয়াতে। ধন্যবাদ

Theme images by merrymoonmary. Powered by Blogger.