আপনার মোবাইলে অযথা MB শেষ হয়ে যায় ? নিয়ে নিন সমাধান।

 সম্মানিত ভিউয়ার স্বাগতম আপনাকে আজকের এই প্রতিবেদনে। আপনারা প্রায় এই সমস্যায় পড়ে থাকেন , যে আপনাদের মোবাইলে অযথা এম বি কেটে নিয়ে যায়। আপনি কিছু চালাচ্ছেন না অথবা ডাউনলোড ও করছেন না কিন্তু আপনার অনেক এম বি কেটে নিয়ে যাচ্ছে। তাই এই সমস্যা সমাধানে নিয়ে এলাম আজকের প্রতিবেদন। তো চলুন শুরু করি। 


যদি উপরের বর্ণিত সমস্যায় আপনি পড়ে থাকেন তাহলে নিচের স্টেপ টা ফলো করুন।  

👉 প্রথমে আপনার মোবাইলের শেটিং Option এ আসুন 

👉 Connections এ ক্লিক করুন

👉 Data Usage এ ক্লিক করুন। 

👉 Data Saver  এ ক্লিক করুন। 

 

👉 এইটা কে On করে দিন।


👉 এইটা On করে দিলে আপনার কোনো Application এর নোটিফিকেশন আসবেনা, যতক্ষন না পর্যন্ত আপনি সে Applications এ ডুকবেন।  

❤ এইটার পাশাপাশি আপনি আরো একটি কাজ করতে পারেন 

👉 আপনি যদি যান যে আমি Data Saver ও On করে রাখবো এর পাশাপাশি কিছু প্রয়োজনীয় Applications Allow করে দিবো যেগুলোর নোটিফিকেশন আসবে। যেমন হতে পারে Facebook, Youtube, etc. 

সেটা করার জন্য এই পেইজের নিচে দেখুন Allow App While Data Saver ON  এইটা ক্লিক করুন। তার পর পাশের টিক দিয়ে On করে নিন। 

 


❤ এর পাশাপাশি আপনাদেরকে আরো একটি কাজ করতে হবে 

👉 Data Usage পেইজে গিয়ে Mobile Data On করে দিন 

👉 On করে দেয়ার পর নিচে Mobile Data Usage এ ক্লিক করুন। 

👉 এর পর সেটিং চিহ্ন এইটাতে ক্লিক করুন। 

👉 এর পর Data Warning এ ক্লিক করে লিমিট করে দিন । এইখানে যত দিবেন , মানে আপনি যদি ২ দিন তাহলে আপনি ১ মাসে ২ জিবি ব্যবহার করতে পারবেন এই সিম দিয়ে। এখন আপনার এম বি কিনার উপর ডিপেন্ড করবে। তাহলে আশা করি আর আপনার এম বি বেশি কাটবেন । 


বিঃদ্রঃ WiFi এর সাথে এই সেটিং এর কোন কানেকশন নেই।



No comments

পোস্ট টি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন যে কোন সোস্যাল মিডীয়াতে। ধন্যবাদ

Theme images by merrymoonmary. Powered by Blogger.